বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখালেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ইনিংসের শরুতেই প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে উইকেট উপহার দেন তিনি। শুধু উইকেট উপহার দেন না নয়, ইতিহাসও গড়েছেন তাহির।
ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই দারুণ এক ডেলিভারিতে জনি বেয়ারস্টোকে কুইন্টন ডি ককের ক্যাচে রূপান্তরিত করেন এ স্পিনার। বিশ্বকাপ ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ওপেনিং ম্যাচে বোলিং করার কীর্তি গড়ের তিনি, এ নজির আর কারও নেই।
ইংল্যান্ডের আক্রমণাত্মক ওপেনিং জুটির সামনে প্রথম ওভারেই তাহিরকে এনে চমকে দেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নিজের উপর অধিনায়কের এই আস্থা বিফলে যেতে দেননি তাহির।
বিশ্বকাপে প্রথম ওভার স্পিনার করলেও এর আগে ১১টি আসরের প্রতিটি উদ্বোধনী ম্যাচেই প্রথম ওভার করেছেন পেসাররা। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম বলটি করেন ভারতের ডানহাতি মিডিয়াম পেসার মদন লাল।
এর পরের প্রতিটি আসরে প্রথম ওভারটি করেন যথাক্রমে অ্যান্ডি রবার্টস, রিচার্ড হ্যাডলি, ভিনোথেন জন, ক্রেইগ ম্যাকডারমট, ডমিনিক কর্ক, ড্যারেন গাফ, শন পোলক, উমর গুল, শফিউল ইসলাম এবং নুয়ান কুলাসেকারা।