জেনে নিন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার হার-জয়ের পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ৩০ মে ২০১৯
জেনে নিন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার হার-জয়ের পরিসংখ্যান

স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠছে ২০১৯ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের।

১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকা পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে বহুবার মুখোমুখি হয়েছে ইংলিশদের।

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে দ্বাদশ বিশ্বকাপে মাঠে নামবে ইংল্যান্ড। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকা ফেবারিট হিসেবে বিবেচিত না হলেও নিজেদের দিনে যেকোন দলকে তারা হারাতে সক্ষম।

ওয়ানডে ক্রিকেটে বিগত দিনগুলোতে দল দু'টির মুখোমুখি পরিসংখ্যান-

ম্যাচ : ৫৯
ইংল্যান্ড জয়ী : ২৬
দক্ষিণ আফ্রিকা জয়ী : ২৯
টাই : ১
পরিত্যক্ত : ৩

পরিসংখ্যানুসারে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রায় সমানে সমান। কিছুটা এগিয়েও দক্ষিণ আফ্রিকা। তবে প্রথমবারের মত ট্রফি জয়ে মরিয়া হয়ে থাকা ইংল্যান্ড এবার পার্থক্যটা কমিয়ে আনতে পারে বলেই ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।

কারণ, নিজ মাঠে খেলার পাশাপাশি গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে তো আরও একচেটিয়া আধিপত্য বিরাজ করে খেলছে।

পক্ষান্তরে আরেকটু পার্থক্য গড়ার সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকারও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতাটা হয়ে উঠতে পারে উপভোগ্য।

বিশ্বকাপে ইংল্যান্ড দল
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, আন্দিও ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ডেল স্টেইন

উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ডেল স্টেইন

বিশ্বকাপে ফেরা আমলা ভিশন ‘ক্ষুধার্ত’

বিশ্বকাপে ফেরা আমলা ভিশন ‘ক্ষুধার্ত’

ইনজুরিতে মরগান, দুশ্চিন্তায় ইংল্যান্ড

ইনজুরিতে মরগান, দুশ্চিন্তায় ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড