বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন। এর ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এ পেসারের।
বৃহস্পতিবার (৩০ মে) স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দলটির কোচ ওটিস গিবসন শুধুমাত্র প্রতিদিন তার (ডেল স্টেইন) ‘উন্নতি’ হচ্ছে বলে উল্লেখ করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়া ৩৫ বছর বয়সী স্টেইন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে প্রথম ম্যাচে খেলতে না পারলেও ৫ জুন ভারতের বিপক্ষে ম্যাচের আগে এ পেসার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
দলের অনুশীলন শেষে গিবসন সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রতিদিন তার উন্নতি হচ্ছে। আশা করছি আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে না হলেও ৫ জুন ভারতের বিপক্ষে ম্যাচের আগে সে সুস্থ হয়ে ওঠবে। সে পুরোপুরি সুস্থ নয় এবং আমরা মনে করি ছয় সপ্তাহের এ টুর্নামেন্টে এখনই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’