নিজেদের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-ভারত উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপ মূল পর্ব শুরু করতে চায়। মেগা এ ইভেনেন্টর আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও।
কারণ, নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারের স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরা মেজাজেই ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ক্যারিবিয়দের ৫ উইকেটের জয়ে সেরার মুকুট মাথায় পড়ে টাইগাররা।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড পৌঁছে বাংলাদেশ দল। মূল পর্বে খেলতে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ সাকিব-তামিমদের। কিন্তু বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে নিজেদের গা গরম করতে পারেনি টাইগাররা। অবিরাম বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।