ওয়েস্ট ইন্ডিজ-দ.আফ্রিকা ম্যাচেও বৃষ্টির হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৬ মে ২০১৯
ওয়েস্ট ইন্ডিজ-দ.আফ্রিকা ম্যাচেও বৃষ্টির হানা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের টসও হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ- দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ ৮.২ ওভার মাঠে গড়ালেও, তা বৃষ্টি হানায় বন্ধ হয়ে গেছে।

খেলার ৯ম ওভারের দ্বিতীয় বল করার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে বিনা উইকেটে ৫৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ২৮ ও ২১ রানে অপরাজিত হাশিম আমলা ও কুইন্টন ডি কক।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্ডি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পায় হাশিম আমলাদের দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৩৮ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ২৫১ রানে অলআউট হয় শ্রীলংকা।

তবে বিশ্বকাপে রোববার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে উইন্ডিজ। তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ২ কোটি টাকার টিকিট কিনবে বাংলাদেশ

বিশ্বকাপে ২ কোটি টাকার টিকিট কিনবে বাংলাদেশ

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

কন্যার দাফন শেষে ইংল্যান্ড ফিরেছেন শোকার্ত আসিফ

কন্যার দাফন শেষে ইংল্যান্ড ফিরেছেন শোকার্ত আসিফ

ভারতকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিল নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিল নিউজিল্যান্ড