বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৬২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তান।
শুক্রবার (২৪ মে) ব্রিস্টলে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১১২ রান করেন বাবর আজম। তার ১০৮ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিল।
এছাড়া শোয়েব মালিক ৪৪, ইমাম-উল-হক ৩২, ফখর জামান ১৯ ও ইমাদ ওয়াসিম ১৮ রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩টি উইকেট নেন। এ ছাড়া রশিদ খান ও দৌলত জাদরা নেন ২টি করে উইকেট।
আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।