বিশ্বকাপের আগ মুহূর্তে ইংল্যান্ডের জন্য এলো দুঃসংবাদ। অনুশীলনে হাতের আঙুলে আঘাত পেয়েছেন অধিনায়ক ইয়ান মরগান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে শুক্রবার (২৪ মে) এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার অনুশীলন ম্যাচের আগে আজ (শুক্রবার) সাউদাম্পটেনর রোজ বোলে দলের সঙ্গে অনুশীলনকালে ক্যাচ ধরতে গিয়ে মরগান আঙুলে আঘাত পেয়েছেন। অনুশীলকালে বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পাওয়ার পর অধিনায়ক মরগানের এক্সরে করা হয়েছে।
ইসিবির দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘আজ শুক্রবার (২৪ মে) সকালে ফিল্ডিং অনুশীলনকালে বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে মরগান আঘাত পেয়েছেন। অনুশীলন শেষে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এক্সরে করাতে তিনি হাসপাতালে যাচ্ছেন।’
ব্যক্তিগত কারণে জো রুটের অনুপুস্থিতে মরগানসহ ইংল্যান্ড বিশ্বকাপ দলের ১৪ খেলোয়াড় হ্যাম্পশায়ারের মাঠে অনুশীলন করেন। মরগানের নেতৃতত্বেই ইংল্যান্ড দল আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপের একজন গুরুত্বপূর্ণ সদস্যও তিনি।
আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর মাত্র ৫ দিন আগে অধিনায়কের ইনজুরি দীর্ঘ হলে সত্যিই স্বাগতিকদের জন্য বড় দুঃসংবাদই বটে।