কোন একজন খেলোয়াড়ের পক্ষে যে কোন ম্যাচ কিংবা কোন টুর্নামেন্ট জয় করা সম্ভব নয়- নি:সন্দেহে তার বড় প্রমাণ ভারতের শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটের সব রেকর্ড নিজের করে নিলেও ২০১১ আসর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছে বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। বর্তমান ভারতীয় দলে এমন অবস্থার মধ্যে আছেন একজন ব্যাটসম্যান-বিরাট কোহলি। যিনি অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন।
আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট ভারত। অনেকেই এ জন্য কোহলির কাছ থেকে বড় কিছু আশা করবেন। তবে টিম ইন্ডিয়ার প্রতি টেন্ডুলকারের সতর্ক উচ্চারণ একজন ব্যক্তি একটা টুর্নামেন্ট জেতাতে পারে না। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন এ মেগা ইভেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের তরুণ খেলোয়াড়দেরও জেগে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টেন্ডুলকার বলেন,আমি মনে করি প্রতিটি ম্যাচে ভাল করতে হলে অন্তত দুজন খেলোয়াড়কে ভাল করতে হয়। তবে দলের সমর্থন ছাড়া আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। কেবলমাত্র একজন খেলোয়াড় আপনাকে একটা টুর্নামেন্টের শিরোপা এনে দিতে পারবে না। কোন উপায় নেই, যদি না অন্যরা গুরুত্বপূর্ণ সময়ে জেগে ওঠে। তেমনটা না হলে সেটা হবে দু:খজনক।
আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং পজিশন চার নম্বর এখনো ঠিক না হওয়াটা টেন্ডুলকারকে বেশি উদ্বীগ্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, ম্যাচের প্রয়োজন ও অবস্থান বুঝে চার নম্বর পজিশনটা ফ্লেক্সিবল রাখা যেতে পারে।
তার মতে রিস্ট স্পিনাররা ভাল করবে। ভারতীয় দলে এমন দুজন স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্রা চাহাল আছে। নিজ মাঠের সিরিজে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এ দুজনকে ভালভাবে রপ্ত করেছে। তবে ইংল্যান্ডে এটা খুব বেশি কাজে দেবেনা মনে করছেন এ ব্যাটিং মাস্টার।
মিডল ওভারে এদেরকে ভাল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বুঝতে দিন। তারা এমন ধরনের বোলার যাদেরকে ব্যাটসম্যানরা ভালভাবে বুঝতে পেরেছে। তবে ঠিকই উইকেট পাচ্ছে। সুতরাং অস্ট্রেলিয়া সিরিজের কারণে কুলদীপ ও চাহালের দু:শ্চিন্তার কোন কারণ নেই।’
‘মানলাম অস্ট্রেলিয়ানরা তাদেরকে ভালভাবে বুঝতে পেরেছে । তবে তার মানে এই নয়যে, তারা ভুল করবে না কিংবা ভুল করতে পারে না।’
শ্রীলংকান মুত্তিয়া মুরলিধরনের উদাহরণ টেনে টেন্ডুলকার বলেন,‘ মুরলি মুলত অফ ব্রেক ও দুসরা দুই ভাবে বল করতেন । বিষয়টি এমন নয় যে, ব্যাটসম্যানরা তাকে বুঝতে পারেনি। কিন্তু তারপরও মুরলি উইকেট পেয়েছেন।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ জুন ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।