আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর টাইগারদের এবার লক্ষ্য বিশ্বকাপ। সিরিজ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি ছুটিতে দেশে ফিরলেও তামিম ছাড়া বাকি ১৩ সদস্যের দল লন্ডন পৌঁছেছে। সেখানেই তাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সোমবার (২১মে)।
ত্রিদেশীয় সিরিজ জয়ের পর শুক্রবার ডাবলিনে থেকে বাংলাদেশ বিশ্বকাপ দল চলে গেছে ইংল্যান্ডে। বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত আড়াইটায় বিশ্বকাপ দলের ১৩ সদস্য লিস্টারে পৌঁছেছেন। বাকি দু'জনের মধ্যে মাশরাফি দেশে ফিরেছেন এবং তামিম ইকবাল ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে দুবাইয়ে অবস্থান করছেন।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে ইংল্যান্ডে লিস্টারে তিনদিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। মাশরাফি-তামিম ছাড়া বাকি সবাই এ ক্যাম্পে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ দল আগামী ২৩ মে পর্যন্ত মোট তিনদিন অবস্থান করবেন এবং এ ক্যাম্পে অংশ নেবে।
লিস্টারে এ তিনদিন বিসিবির খরচে টাইগারদের ক্যাম্প করতে হবে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সব দায়-দায়িত্বও বিসিবির। তিনদিন পর বৃহস্পতিবার (২৩ মে) লিস্টার ছেড়ে কার্ডিফে যাবে বাংলাদেশ দল। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলেবে বাংলাদেশ দল এবং তখন থেকে আইসিসির প্রটোকল শুরু হবে।
২৪ মে (শুক্রবার) থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বাংলাদেশের বিশ্বকাপ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
Bangladesh team have reached Leicester today ahead of the ICC Cricket World Cup preparations.#BCB #RiseOfTheTigers pic.twitter.com/cQyt2yYOEi
— Bangladesh Cricket (@BCBtigers) May 19, 2019