আয়ারল্যান্ডের মিশন শেষে এখন যাত্রা শুরু বিশ্বকাপের পথে। তবে বিশ্বকাপের আগে কয়েকদিন সময় পাচ্ছেন টাইগাররা। এ সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন টাইগার অধিনায়ক মাশরাফি। তার সাথে দেশের পথ ধরবেন বিশ্বকাপের স্কোয়ােডের বাইরে থাকা আরও চারজন।
জানা গেছে, আয়ারল্যান্ড থেকে দুই থেকে তিন দিনের জন্য দেশে ফিরবেন। দেশে ফিরে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন কাজেও সময় দেবেন এমপি মাশরাফি।
মাশরাফি দেশের ফিরলেও তাকে লন্ডনের উদ্দেশ্যে আবার দেশ ছাড়তে হবে আগামী বুধবার (২২ মে)। কারণ, ২৩ মে (বৃহস্পতিবার) লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে।
লন্ডনের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ। সেখানে বাংলাদেশ বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
মাশরাফির সঙ্গে দেশের পথে যারা রয়েছেন তারা হলেন- তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা ও নাইম হাসান। তারা চারজনই বাংলাদেশের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রয়েছেন।
এদিকে বাংলাদেশ দলের ১৩ ক্রিকেটার লন্ডরে পথে রওয়ানা দিলেও মাশরাফির মতো পরিবারকে সময় দেবেন তামিম ইকবাল। জানা গেছে, মাশরাফির সাথে একই ফ্লাইটে দুবাই নামবেন তামিম। সেখান থেকে মাশরাফি দেশে চলে আসলেও তামিম থেকে যাবেন। বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তামিমেমর পরিবার।
বিশ্বকাপ স্কোয়াডের থাকা বাকি ১৩ জন আপাতত একসঙ্গেই থাকছেন। শনিবার ডাবলিন থেকে লন্ডন হয়ে লেস্টারে যাবেন তারা। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ দল।