নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন ফুলটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৭ মে ২০১৯
নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন ফুলটন

ফাইল ছবি

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন দেশটির সাবেক ব্যাটসম্যান পিটার ফুলটন। দায়িত্ব নেওয়ার পর আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর তার চুক্তির মেয়াদ শেষ হবে।

কিউইদের হয়ে তিন ফর্মেটে ৮৪ ম্যাচ খেলা ফুলটন বিশ্বকাপ শেষ জুলাই মাসে সাবেক সতীর্থ ক্রেইগ ম্যাকমিলানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে ২০১৪ সালে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৪০ বছর বয়সী ফুলটন বলেন, ‘নিউজিল্যান্ডের অনেকের মতই সাম্প্রতিক বছরগুলোতে আমি দলের পারফরমেন্স প্রত্যক্ষ করেছি। সুতরাং কোচিং স্টাফে ডাক পাওয়াটা আমার জন্য বিশেষ কছিু।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমাদের দেশে সত্যিকারের কিছু মেধাবী ব্যাটসম্যান আছে এবং কিভাবে তাদের উন্নতির ধারা অব্যাহত রাখতে তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেয়ার পর নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচের দায়িত্ব পালন করেছেন ফুলটন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশের আতহার আলী

বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশের আতহার আলী

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস

বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে ভারত?

বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে ভারত?

বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার

বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার