ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে যৌথ উদ্যোগে একটি অ্যাকাডেমি শুরু করেন শচীন টেন্ডুলকার। সেখানেই সোমবার ৯-১৪ বছরের ছেলে-মেয়েদের বোলিংয় শিখাচ্ছিলেন। পরে তার বল করার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
আর এতেই নো বল ধরে বসে আইসিসি। আইসিসির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয়, শচীন বলটি নো ছিল। কারণ তার পা দাগের বাইরে চলে যাচ্ছিলো। আইসিসি সেই ভিডিও থেকে ছবি নিয়েই তাঁর সঙ্গে জুড়ে দেয় প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনারের একটি ছবি। যেখানে নো-বলের সিগন্যাল দিচ্ছেন তিনি। অবশ্য এটি আইসিসির রশিকতা ছাড়া আর কিছুই ছিল না।
Watch your front foot, @sachin_rt pic.twitter.com/eZ4N8mKGME
— ICC (@ICC) May 12, 2019
মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে নেটে বল করছিলেন শচীন। সেই নেট সেশনের একটি ভিডিও পোস্ট করেছিলেন সচিন। সেখানে তিনি লেখেন, ‘‘নেটে ফিরতে পেরে দারুন লাগছে। ছোটবেলার ফিরে গেলাম শিবাজী পার্কে।'' এখানে তিনি ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলিকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘এটা খুব কম লোকই জানে আমি আর বিনোদ সব সময় এক দলে খেলেছি, কখনও কেউ কারও বিরুদ্ধে খেলিনি।''
প্রসঙ্গত, ২০১৮-র জুলাইতে ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে যৌথ উদ্যোগে একটি অ্যাকাডেমি শুরু করেন। যেখানে ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট শেখানো হয়। নয় থেকে ১৪ বছরের ছেলে-মেয়েদের তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি প্রশিক্ষণ দেওয়া হয়।