খরা কাটিয়ে দুর্দান্ত মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৪ মে ২০১৯
খরা কাটিয়ে দুর্দান্ত মোস্তাফিজ

ইনজুরি থেকে ফিরে খুব একটু সুবিধা করতে পারছিলেন না মোস্তাফিজ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই বাজে বোলিং করা টাইগার পেসার মোস্তাফিজ সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফাইনাল নিশ্চিতের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন।

মুস্তাফিজ এবং মাশরাফি বিন মুর্তজার অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে টস জিতে আগে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৪৭ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ করেন সর্বোচ্চ ৮৭ রান। এছাড়া জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ৬২ রান।

মুস্তাফিজ ৯ ওভারে ৪৩ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। মাশরাফি ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ৩ উইকেট। বল হাতে সবচেয়ে মিতব্যয়ীতার পরিচয় দেন সাকিব আল হাসান। ১০ ওভারে ২৭ রানের বিনিময়ে পান ১ উইকেট। আরেক স্পিনার মিরাজ ১০ ওভারে ৪১ রান খরচায় পান ১ উইকেট।

দুই ম্যাচের বোলিংয়ে বদলটা কোথায় এনেছেন, প্রশ্নটা ছিল অবধারিতই। মোস্তাফিজ বোলিং নয়, বললেন আবহাওয়ার বদলের কথা।

“আমি চেষ্টা করেছি। আমাদের দেশে গরম, এখানে ঠাণ্ডা। ঠাণ্ডায় আমার কষ্ট হয় খুব। আমাদের দেশে ৩২-৩৩ ডিগ্রিতে খেলে এসেছি। এখানে ৭-৮ ডিগ্রি। একটু তো কঠিনই। আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখন গরম হচ্ছে একটু।”

মুস্তাফিজের এই বোলিং স্বস্তি দিচ্ছে দলকেও। বিশ্বকাপে যে সেরা ফর্মের মোস্তাফিজকে দলের চাই-ই চাই! বাঁহাতি পেসার নিজেও বেশ আত্মবিশ্বাসী।

“ভালো করলে আত্মবিশ্বাস সবসময় ভালো থাকারই কথা। প্রথম ম্যাচটা ভালো হয়নি, এটা ভালো হলো। বিশ্বকাপ আছে সামনে। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে।”

আগামী বুধবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিরিজের শীর্ষ দুই দল ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি : মাশরাফি

আমরা সত্যিই অসাধারণ বোলিং করেছি : মাশরাফি

ইউরোপা লিগের ফাইনালে চেলসি-আর্সেনাল

ইউরোপা লিগের ফাইনালে চেলসি-আর্সেনাল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ