পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৩ মে ২০১৯
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগার যুবারা

আরো একবার অল রাউন্ড পারফর্মেন্স দিয়ে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট দলকে জয় এনে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। এই জয়ে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় ম্যাচে পাকিস্তানকে ১৭ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৬ দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। ১ম ম্যাচে বাংলাদেশ দলের ৮৯ রানের জয়ে ভূমিকা রাখা মাহফুজ ২য় ম্যাচেও ব্যাটে বলে সমান দাপট দেখিয়েছেন।

ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৪৪ রান সংগ্রহ করা এই অল রাউন্ডার বল হাতে ৫০ রানের বিনিময়ে শিকার করেন তিন উইকেট।

প্রথমে ব্যাটিংয়ে নামা জুনিয়র টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক ৬৯ রান সংগ্রহ করেছেন ওপেনার মফিজুল ইসলাম রবিন। এছাড়া আইচ মোল্লা ৫২ ও রিহাদ খান ৩২ রান সংগ্রহ করেন।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আসির মোঘল ও আলিয়ান মেহমুদ।

জবাবে সফরকারী পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করলে ১৭ রানের জয় পায় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে ওপেনার সামির সাকিব দলের পক্ষে সর্বাধিক ৫৫ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বাধিক ৩৮ রান সংগ্রহ করেন মোহাম্মদ ওয়াকাদ।

বাংলাদেশের পক্ষে মাহফুজের ৩ উইকেটের পাশাপাশি আশিকুর রহমান ৩৯ রানে নেন দুই উইকেট।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

মাথা গরম করে শাস্তি পেলেন পোলার্ড

মাথা গরম করে শাস্তি পেলেন পোলার্ড