ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৩ মে ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহীর অভিষেক

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সাথের আজ (সোমবার) ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের এ ম্যাচে গত দুই ম্যাচ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে দলে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নেয়নি বাংলাদেশ। পিঠের চোটের কারণে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বাইরে রেখে একাদশে নেয়া হয়েছে পেসার আবু জায়েদ রাহীকে।

এর ফলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা টাইগার পেসার আবু জায়েদ রাহীর ওয়াডে অভিষেক হলো। রাহীর ছাড়া বাকি দল অপরিবর্তিত রয়েছে।

সিরিজের এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচ খেলে এক হার ও ২ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। স্বাগতিক আয়ারল্যান্ড কোন ম্যাচে জয় না পেলেও বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার ২ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া বাংলাদেশ এক জয় ও এক ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ, সুনিল এমব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়েন অ্যালেন, অ্যাশলে নার্স, শেলডন কোট্রেল, কেমার রোচ, রেমন রেইফার।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

লাইভ

লাইভ

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নোলান ক্লার্ক

বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নোলান ক্লার্ক