বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৩ মে ২০১৯
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছিল বাংলাদেশ দলের। যেকারণে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই।

আবাহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন প্রচুর ঠাণ্ডা থাকবে সেখানে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রীর মধ্যে ঘুরপাক খাবে দিনভর। ঠাণ্ডার সঙ্গে বাতাসও থাকবে অনেক।

সকাল ১০টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে সূর্যের আলো।

এখন পর্যন্ত সিরিজের প্রথম তিন ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সময় ম্যাচের মধ্যেই হালকা বৃষ্টি হয়েছে।

আর তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে টস পর্যন্ত হয় নি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে। তবে চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজদের মধ্যকার ম্যাচে বাঁধা দেয় নি বৃষ্টি।

বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। এই ম্যাচটি জিতলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে যাবে মাশরাফি বাহিনী।



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের হাতে ফাইনালের ভাগ্য দিতে চায় না বাংলাদেশ

আয়ারল্যান্ডের হাতে ফাইনালের ভাগ্য দিতে চায় না বাংলাদেশ

এলিট প্লেয়ারস স্কিল ক্যাম্পে তাসকিন-ফরহাদ রেজা

এলিট প্লেয়ারস স্কিল ক্যাম্পে তাসকিন-ফরহাদ রেজা

দলের প্রয়োজনে একাদশের বাহিরেও থাকতে রাজি মিরাজ

দলের প্রয়োজনে একাদশের বাহিরেও থাকতে রাজি মিরাজ

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান