দ্বাদশ আইপিএলে চেন্নাই সুপার কিংসে বিপক্ষে টসে জয় লাভ করেছে মুম্বাই। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার পর যেন আরও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনির এই চেন্নাই শিরোপা নিশ্চিত করেছিলো তৃতীয়বার। ফাইনালে তাদের প্রতিপক্ষ আইপিএলের আরেকটি সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মুম্বাইয়েরও সমান তিন শিরোপা!
এবারের মৌসুমে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি মুম্বায়েরই। তিন ম্যাচেই জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। মৌসুমে প্রথম ম্যাচে জয়ের ভূমিকা ছিলো হার্দিক পান্ডিয়ার, দ্বিতীয়টি রোহিত ও মালিঙ্গার আর তৃতীয়টিতে স্পিনারদের ঘূর্ণিতে। সে হিসেবে আজকে জিতলে চারে চার হয়ে যাবে রোহিত শর্মাদের।
কিন্তু মুম্বাই অধিনায়ক অধিনায়ক বেশ সতর্ক প্রতিপক্ষকে নিয়ে, ‘প্রতিটি দলই বিপজ্জনক। এবার কিন্তু রাজস্থান রয়্যালস প্লে অফে না পৌঁছেও আমাদের দুবার হারিয়েছে। ফলে ম্যাচের দিন কে কতটা ভালো করছে সেটাই গুরুত্বপূর্ণ।’
অপর দিকে চেন্নাইয়ের ওপর মুম্বাইয়ের একক আধিপত্য নিয়ে খুব বেশি দুর্ভাবনায় দেখা গেলো না ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিংকে। তিনি মনে করেন সব কিছুই ম্লান হয়ে যাবে মৌসুম শেষের একটি ম্যাচের ফলাফলে।
কারণ এই ম্যাচই ভুলিয়ে দিবে আগের তিন ম্যাচের সব হতাশা, ‘মুম্বাইয়ের বিপক্ষে এই একটি ম্যাচেই সব কিছু করতে চাই। কারণ চারের মধ্যে একটিতে জয় হবে দারুণ কিছু।’
মুম্বাই একাদশ
কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদভ, রোহিত শর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, মিচেল ম্যাক্লেনাঘান, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা এবং জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই একাদশ
শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির এবং শার্দুল ঠাকুর।