বিশ্ব ক্রিকেটে যেকোনো দলের জন্য একজন অলরাউন্ডার থাকা একজন ব্যাটসম্যান ও বোলার বেশি থাকা। তেমনি ভাবে বাংলাদেশ দলে স্পিন অলরাউন্ডর মাত্র দু’জন একজন সাকিব আল হাসান ও অন্যজন মেহেদি হাসান মিরাজ।
তবে বিশ্বকাপ কিংবা ত্রিদেশীয় সিরিজে দুই মঞ্চেই পেসারদেরই বেশি ভালো করার সুযোগ। সেই ক্ষেত্রে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই। অথচ উইন্ডিজের বিপক্ষে টাইগারদের রাজসিক জয়ের ম্যাচে দলের দুই স্পিনার সাকিব ও মিরাজই ছিলেন সবচেয়ে কিপটে।
তবুও পেস বান্ধব ত্রিদেশীয় সিরিজ বা বিশ্বকাপে ‘সেকেন্ড স্পিনার’ মিরাজকে হয়ত থাকতে হতে পারে একাদশের বাইরে, যদিও টিম ম্যানেজমেন্ট চার পেসার খেলানোর সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্ত যেহেতু দলীয় স্বার্থেই হবে তাই একাদশে সুযোগ না পেলেও কোনো আক্ষেপ থাকবে না মিরাজের।
মিরাজ বলেন, ‘টিম কম্বিনেশনের জন্য অনেক কিছুই হতে পারে। আমরা সবসময় দলের জন্যই খেলি।’ টিম কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ না পেলে কোনো আক্ষেপ থাকবে না, এমনটি ইঙ্গিত করে তরুণ এই ক্রিকেটার বলেন- ‘আমি যতটুকু সুযোগ পাই শতভাগ দেওয়ার চেষ্টা করব, দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে যাওয়ার আগে এমন একটা টুর্নামেন্টে ভালো করতে পারলে আমাদের জন্য সেরা সুযোগ। অবশ্যই বিশ্বকাপে আরও বেশি চ্যালেঞ্জ থাকবে। ভালো করার প্রত্যাশাও থাকবে। নিজেকে মানসিকভাবে আরও প্রস্তুত হতে হবে।’
উইন্ডিজের বিপক্ষে ম্যাচে বল হাতে তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। এই ম্যাচে পরিকল্পনা বা প্রস্তুতি কেমন ছিল জানতে চাইলে মিরাজ বলেন, ‘ওয়ানডেতে আমি সবসময় ডট বল করে রান আটকানোর চিন্তা করি। এটাই প্রথম পরিকল্পনা ছিল। আগের ম্যাচে উইকেট ভালো ছিল। স্পিনাররা ভালো জায়গা বল করলে ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। সাকিব ভাই প্রথম ওভার করার পর জিজ্ঞেস করি- উইকেটের অবস্থা কীরকম।’
তিনি আরো বলেন, ‘সাকিব ভাই বলছিল ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট পেলাম। তখন আত্মবিশ্বাস পেয়েছি- এই উইকেটে ভালো করতে পারব।’