ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দরজায় কড়া নড়ছে। বড় আসরকে সবার কাছে পৌঁছে দিতে সব সময়ই থাকে একটি থিম সং। এবারও তার ব্যাতিক্রম নয়, তৈরি করা হয়েছে বিশ্বকাপ থিম সং। এবারের আসরের থিম সংয়ের নাম দেওয়া হয়েছে ‘স্ট্যান্ড বাই’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘অপেক্ষা করা’।
৩০ মে পর্দা উঠা ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়েছে ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। মজার ব্যাপার হলো থিম সংটি যিনি গেয়েছে তিনি কোন তারকা শিল্পী নন। লরিন নামে একজন উঠতি তারকাকে দেওয়া হয়েছে ক্রিকেট বিশ্বের সব চেয়ে বড় আসরের থিম সংটি গাওয়ার।
অপদিকে রুডিমেন্টাল এই সময়ের যুক্তরাজ্যের সবচেয়ে সফল ড্রাম এবং বেস ঘরানার ব্যান্ড। ২০১১ সালে গঠিত হওয়ার পর থেকে সারা বিশ্বে রুডিমেন্টালের অ্যালবাম বিক্রি হয়েছে ২ মিলিয়ন। তারা উঠতি তারকাদের আবিষ্কার করে এবং প্লাটফর্ম দেয়।
১৭ মে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’ প্রকাশের ব্যাপারে আশাবাদী লরিন ও রুডিমেন্টাল। আশা করা যাচ্ছে, ক্রিকেটের এই মহাযজ্ঞের থিম সং প্রায় এক মিলিয়ন ক্রিকেটমোদীকে আকর্ষণ করবে। এবার যুক্তরাজ্য ছাড়াও সারা বিশ্বের প্রায় এক বিলিয়ন লোক ৪৮ ম্যাচের এই টুর্নামেন্ট উপভোগ করবে।
২০১৯ বিশ্বকাপের থিম সংটিতে পৃথিবীর অন্যতম বৈচিত্রময় শহর লন্ডনের বৈচিত্র্যতা, ইতিহাস, ঐতিহ্য এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বিষয় তুলে ধরা হবে।