পরিত্যক্ত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৯ মে ২০১৯
পরিত্যক্ত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

ডাবলিনের আকাশে সকাল থেকেই মেঘ ছিল। টসের আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থেকে আকাশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু পরেই শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা। টস হতে তাই বিলম্ব হয়। কিন্তু বৃষ্টি থামার নাম-গন্ধ না পেয়ে টসের সময় প্রায় সাতে তিন ঘণ্টা  পেরিয়ে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দু’দল দুই পয়েন্ট অর্জন করেছেন। এ হিসেবে সিরিজে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ওঠে গেল বাংলাদেশ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে স্বাগতিক আয়ারল্যান্ড। বাংলাদেশ আবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পায়। আয়ারল্যান্ডের জন্য তাই বাংলাদেশের ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই গড়াল না বল। বাংলাদেশও বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার জন্য পাওয়া চারটি ম্যাচের একটি হারালো।

তবে শুধু ত্রিদেশীয় সিরিজের চিন্তায় এই ম্যাচ ভেসে যাওয়ায় বাংলাদেশের খুব একটা ক্ষতি হয়নি। পয়েন্ট টেবিলে শীর্ষে আছে মাশরাফিরা। দুই ম্যাচে এক জয় এবং এক টাই বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের এক জয় এবং এক হার। আর আয়ারল্যান্ড দুই ম্যাচে খেলে এক হারের পাশাপাশি এই ম্যাচ থেকে পেয়েছে পয়েন্ট।

ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৩ মে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের পরে ১৫ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্টিভ রোডসের শিষ্যরা। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এরপর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ যাত্রা শুরু হবে



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বৃষ্টিতে অমিমাংসিত পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

বৃষ্টিতে অমিমাংসিত পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

কথা গোপন রাখতে চান সাকিব

কথা গোপন রাখতে চান সাকিব

বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ