সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদির আত্মজীবনী 'গেম চেঞ্জার' যখন একের পর এক আলোচনার জন্ম দিয়ে যাচ্ছে, তখনই এই হার্ডহিটারকে আক্রমণ করে বসলেন দেশটির সাবেক ওপেনার ইমরান ফরহাত।
এই বইয়ে তিনি গৌতম গম্ভীরকে আক্রমণ, নিজের আসল বয়স ফাঁস, ফিক্সিংয়ের গল্প এমনকী নারীদের ঘর থেকে বের হওয়া উচিত নয়- জাতীয় কথা লিখেছেন। এবার সোশ্যাল সাইট টুইটারে আফ্রিদিকে 'ভণ্ড' 'স্বার্থপর' এবং 'ব্যর্থ' বলে উল্লেখ করেছেন ইমরান। তিনি বলেছেন, আফ্রিদি পীরবাবার ভেক ধরেছে।
ইমরান টুইটে বলেন, 'একজন গর্বিত পাকিস্তানি হিসেবে আফ্রিদির ঠিক হয়নি এইসব জিনিস ছাপানো। সে যা বলেছে তা মিথ্যা। সেই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছে, সে এখন নিজেকে বাঁচাতে চায় তাই এইসব বলে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেটের এই বাজে পরিণতির জন্য সে অনেক বেশি দায়ী।
এই কারণেই পিসিবি তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিল যখন ইজাজ খান চেয়ারম্যান ছিলেন। সবাই জানে কে দলকে নষ্ট করেছিল সেই সময়। সবাই আফ্রিদির বিরুদ্ধে নালিশ করে পিসিবির কাছে।'
ইমরান আরো লিখেন, 'সে নিজের স্বার্থের জন্য অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করেছে। পুরো পাকিস্তান দলকে নষ্ট করেছে । সে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে নিজের দিকে সব আলোচনা টেনে নিয়েছে। ১৫ বছর তার সাথে ছিলাম, নিজের স্বার্থের জন্য পুরো পাগল বানিয়ে ফেলত। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে খারাপ কোনো ক্রিকেটার থেকে থাকলে সবার আগে তার নাম আসা উচিত। পিসিবিকে সে ব্ল্যাকমেল করতো তার স্পন্সরদের সাহায্যে।'
'সে সবাইকে বোকা বানাচ্ছে আমার বিশ্বাস করুন। তার কোনো অর্জন নেই। সে অন্যদের শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। পাকিস্তান দলে যত সমস্যা হয়েছে সবকিছুতে সে দায়ী। আমার কাছে এই ভণ্ড পীরবাবার ব্যাপারে বলার মতো অনেক গল্প রয়েছে যেহেতু তার সাথে খেলেছি অনেক বছর।
সে একজন রাজনীতিবিদ হওয়ার যোগ্য। পীরের ভেক ধরে আছে। যাদের ব্যাপারে আফ্রিদি বইয়ে বলেছে সবাইকে অনুরোধ করবো আপনারা এই স্বার্থপর খেলোয়াড়ের সকল সত্য সবাইকে জানিয়ে দিন।'