বিশ্ব ক্রিকেটে দানবীয় ক্রিটোর খ্যাত ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে ভালো খেলেও একটা সময় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন অভ্যন্তরীণ অদ্ভুত ‘রাজনীতি’র কারণে। বোর্ডে বদল আসার পর বেশ গোছালো হয়েছে উইন্ডিজের ক্রিকেট। তাই গেইলও ফিরে পেয়েছেন তার মর্যাদা।
গেইল তার দলে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যেন একটি ‘উদাহরণ’ দিল। আসন্ন আইসিসি বিশ্বকাপে গেইলকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
#WINews: @shaidhope and @henrygayle have been named Vice Captains of the West Indies team for Ireland Tri-Nation Series and ICC Cricket World Cup, respectively
— Windies Cricket (@windiescricket) May 6, 2019
Read more: https://t.co/D6L15I8a5D pic.twitter.com/rAdqlhRdZD
বছরখানেক আগেও যার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল সেই গেইলই তাই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার সহ-অধিনায়ক হিসেবে গেইলের নাম ঘোষণা করে ক্যারিবিয়ানদের ক্রিকেট বোর্ড।
এবারের বিশ্বকাপে উইন্ডিজ জায়গা করে নিয়েছে শেষ দল হিসেবে। নির্দিষ্ট সময়ে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলোর সাথে বাছাই পর্ব খেলে জায়গা করে নিয়েছে দুটি দল। বাছাই পর্বের সেই লড়াইয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার পর ফাইনালে আফগানিস্তানের কাছে হেরে যায় উইন্ডিজ।
এতে মূলত দশম দল হিসেবেই এবারের বিশ্বকাপে অংশ নেবে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দলটি। নামীদামী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে উইন্ডিজ স্কোয়াড ইতোমধ্যে কাঁপুনি ধরাচ্ছে প্রতিপক্ষ দলগুলোর সমর্থকদের মনে। ইংল্যান্ড বিশ্বকাপকে কি গেইলরা স্মরণীয় করে রাখতে পারবেন?