দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে বল হাতে বলার মতো পারফর্ম করেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। কিন্তু আয়ারল্যান্ড উলভস বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশকে। ৮ উইকেটে ৩০৭ রান করেছে স্বাগতিকরা।
ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। জেমস ম্যাককলামের সেঞ্চুরি ও সিমি সিংয়ের হাফসেঞ্চুরিতে বোর্ডে বড় স্কোর জমা করে আইরিশরা।
দলীয় ৩৩ রানে জ্যাক টেক্টরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানান রুবেল হোসেন। এরপর জেমস শ্যানন ১৮ রানে সাকিবের শিকার হন। এরপর ম্যাককলাম ও সিমির ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় উলভস। ১০৯ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০২ রান করে রুবেলের দ্বিতীয় শিকার হন ম্যাককলাম।
সিমিকে ৯ রানের জন্য আক্ষেপে পোড়ান তাসকিন। ৯৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৯১ রানে আউট হন স্বাগতিক ব্যাটসম্যান। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকা তাসকিন আরও দুটি উইকেট নিয়ে উলভসের রানের গতিরোধ করেন। তবে টাইরন কেন ও ক্রেইগ ইয়াংয়ের ছোট ঝড়ে তিনশ ছাড়ায় স্বাগতিকরা।
টাইরন ১৩ বলে ২৭ আর ইয়াং ৩ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন তাসকিন। ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। দুটি পান রুবেল। অন্যদের তুলনায় কম রান দিয়েছেন সাকিব। ১০ ওভারে ৩০ রান দেন এক মেডেনে, নেন একটি উইকেট। তার সমান উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।