আসন্ন বিশ্বকাপের জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষেই ইংল্যান্ডে পাড়ি জমাবে তারা। তার আগেই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের পথশিশুদের। গতমাসের ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে আসরটি। সেখানে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছে বাংলাদেশের পথশিশুরা।
৪ তারিখ মরিশাসকে ১৭ রানে হারায় বাংলাদেশ। মরিশাসকে ৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। তাড়া করতে নেমে মরিশাসের শিশুরা সক্ষম হয় ৩১ রান করতে। বাংলাদেশ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে রান করে ১১। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
ভারত দক্ষিণের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিক্স-এ-সাইড সংস্করণের এ ম্যাচে ২ উইকেটে ৫২ রান তুলে ভারত। ৫৩ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান করতে সক্ষম হয়। ১৭ রানের জয় পায় ভারত।
এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। সবকটি ম্যাচ জিতেছে ভারত দক্ষিণ। দুইটি করে ম্যাচ জিতেছে ভারত উত্তর, ইংল্যান্ড, তানজানিয়া আর বাংলাদেশ। কোনো ম্যাচ জিতেনি নেপাল, মরিশাস আর ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে বাংলাদেশ।
উল্লেখ্য, ক্যামব্রিজের পার্কার’স পিসে চলছে খেলা। ৭ মে লর্ডসে হবে ফাইনাল। এ টুর্নামেন্ট আয়োজন করেছে স্ট্রিট চিলড্রেন ইউনাইটেড।
প্রত্যেক দল থেকে অংশ নিচ্ছে ৮ শিশু। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৮ শিশু হলো সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।