ফণীর কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৪ মে ২০১৯
ফণীর কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পরিবর্তন

ছবি : বিসিবি, ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণী ভারত হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। এছাড়া ক্রমেই দুর্বল হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে।যার প্রভাবে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার সন্ধ্যা পর আবহাওয়ার বর্তমান অবস্থা স্বাভাবিক হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ফণী ও বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের কিশোরদের মধ্যকার চলমান সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিসিবির এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে নতুন তারিখও জানানো হয়।

সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচ রোববার (৫ মে) শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী একদিন পর সোমবার (৬ মে) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুইটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্টিত প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এছাড়া বাকি তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে। সবগুলো ম্যাচই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে আগামী ১৬ মে পাকিস্তান দল বাংলাদেশ ত্যাগ করবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা

কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাশরাফিরা