অ্যাশেজের দলে ছিলেন না। জায়গা হয়নি ইংল্যান্ডে বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও। এনিয়ে বেশ হতাশাও প্রকাশ করেছিলেন ২৯ বছর বয়সি গ্লেন ম্যাক্সওয়েল। তবে ওয়ানডে দলে ফেরার একটা জায়গা তৈরি হয়েছে তার। দলে থাকা ক্রিস লিন ইনজুরিতে পড়েছেন। এমন অবস্থায় ম্যাক্সওয়েলকে ফেরানো হবে কিনা বলা যাচ্ছে না। তবে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং চান ম্যাক্সওয়েলকে ফেরানো হোক ওয়ানডে দলে।
এক দিন আগে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পন্টিং। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ড্যারেন লেহম্যানের সহকারী হিসেবে থাকবেন পন্টিং। তার আগেই হবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৪ জানুয়ারি শুরু হবে সিরিজটি।
চলমান বিগব্যাশে অ্যাডিলেট স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টার্সের মধ্যকার ম্যাচে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমি তাকে স্কোয়াডে ফিরিয়ে আনতে বলবো।’ ম্যাচটিতে মেলবোর্ন স্টার্সের হয়ে ৩৯ বলে ৬০ রানের ঝলমলে এই ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। এক ম্যাচ আগে একটি ফিফটির ইনিংসও খেলেছেন ম্যাক্সওয়েল। সবমিলে পন্টিং তার প্রিয় ক্রিকেটারকে ফেরানোর দাবিতে জোর হাওয়াই পাচ্ছেন।