ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আইপিএল শেষ করে বিশ্বকাপের আগে বিশ্রামে থাকবেন তিনি।
আগামী ১৮ ও ২১ মে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডেতে খেলবেন না মালিঙ্গা। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও ম্যানেজার অশান্তা ডি মেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রায় ৫০ দিন ধরে আইপিএলের সাথে যুক্ত আছেন মালিঙ্গা। আইপিএল শেষে তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের মত বড় ইভেন্টের আগে তাকে এ বিশ্রাম দেয়া দরকার। আগামী ১২ মে পর্যন্ত চলবে আইপিএল।’
তিনি আরও বলেন, ‘এরপর এক সপ্তাহের বিশ্রাম থাকবেন মালিঙ্গা। ফলে ১৮ ও ২১ মে দু’টি ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। ২২ মে কার্ডিফে শ্রীলঙ্কার সাথে যোগ দিয়ে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবেন এ পেসার।’
চলমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মালিঙ্গা। বিশ্বকাপের আগে ২৪ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২৭ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
১ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লঙ্কানরা।