আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে প্রথম দিনের প্রস্তুতি সেরেছেন টাইগাররা। ডাবলিনের পেমব্রুক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (৭ মে) ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
গত বুধবার (১ মে) আয়ারল্যান্ডে ত্রিদেশী সিরিজ উপলক্ষে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল চলে যাবে ইংল্যান্ডে। সেখানেই ৩০ মে শুরু হবে বিশ্বকাপ লড়াই।
মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এ সিরিজকে। এরপর ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা।
Bangladesh team have completed their first practice session at Pembroke Cricket Club, Dublin, Ireland. pic.twitter.com/ATUmmh7DOQ
— Bangladesh Cricket (@BCBtigers) May 3, 2019
বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজের দলে আরও চারজন ক্রিকেটার বেশি গেছেন। ইয়াসির আলী রাব্বী ও নাঈম হাসানের পর যুক্ত হয়েছেন তাসকিন ও ফরহাদ রেজা।
২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ফলে বাংলাদেশের ঘোষিত দলের ১৫ সদস্যের মধ্যে কেউ ইনজুরিতে পড়লে সংশোধন হতে পারে বাংলাদেশের ঘোষিত স্কোয়াড।