বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
বিসিসিআইয়ের সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি আগস্টের প্রথম সপ্তাহ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে। তবে তা এখন তারিখ ঠিক করা হয়নি।
আগামী ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। ১৪ জুলাইয়ে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। তাই ১৪ জুলাইয়ের পর ভারতের ক্রিকেটারা বিশ্রামের সুযোগ পাবেন।
তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে খেলা কোহলি-ধোনিদের মতো ক্রিকেটারদের বিশ্রামে দিতে পারে বিসিসিআই। তাই কোহলি-ধোনিদের অনুপস্তিতিতে সুযোগ পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।