বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি পরিবর্তনে সম্মতি দিয়েছে আইসিসি। নতুন জার্সিতে দেশের পতাকার রঙে সবুজের সাথে যুক্ত হচ্ছে লাল রং। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে জানান, নতুন জার্সিতে সবুজ রঙের ওপর থাকবে লালের ছোঁয়া। দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।
গতকাল সোমবার উন্মোচন করা হয় বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি।
এবারের বিশ্বকাপে ভিন্নতা আনা হয় বাংলাদেশের জার্সিতে। টাইগাদের জার্সিতে ছিল না লাল রঙ। পুরোটা সবুজ এবং নিচে হালকা কালো। জার্সির বাম পাশে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের লগো এবং ডান পাশে বিশ্বকাপের লগো।এছাড়া জার্সিতে রয়েছে কালো রঙের হালকা জল ছাপ।
এতেই ক্রিকেট ভক্তরা ক্ষব্দ হয়ে উঠেন। এটিকে কেউ মন্তব্য করেন এটা পকিস্তানের জার্সি, কেউ বলে, আয়ারল্যান্ডের। এমন সমালোচনা কারণে রাতেই জার্সির ডিজাইন পরিবর্তন করা সিদ্ধান্ত নেয় বিসিবি।
তবে এর আগে বিশ্বকাপ সবুজ জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলে জানিয়েছিলেন বিসিবি মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস। প্রথম নকশায় লাল রং ছিল। কিন্তু আইসিসির নির্দেশ লাল রং তুলে ফেলতে হয়েছে বলে জানালেন মিডিয়া কমিটির এই প্রধান, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’