ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাংলাদেশ দল পাড়ি জমাবে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলতে। আর সেজন্য বিশ্বকাপ ও ত্রি-দেশীয় সিরিজের ম্যানেজার নির্বাচিত করা হলো খালেদ মাহমুদ সুজন ও মিনহাজুল আবেদিন নান্নুকে।
যদিও প্রথমাবস্থায় বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হতে অপারগ ছিলেন সুজন। তখন অবশ্য ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছিলেন ত্রিদেশীয় সিরিজ না হলেও বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার সুজনই থাকবেন।
সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর ১৭-১৮ মে’তে ম্যানেজার হিসেবে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন খালেদ মাহমুদ সুজন এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দেশে ফিরে আসতে পারেন মিনহাজুল আবেদিন নান্নু।
ত্রিদেশীয় সিরিজের সূচি
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।