সমালোচনার মুখে পরিবর্তন আসছে মাশরাফিদের বিশ্বকাপ জার্সি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০১৯
সমালোচনার মুখে পরিবর্তন আসছে মাশরাফিদের বিশ্বকাপ জার্সি

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে বিসিবিকে। কেউ কেউ পাকিস্তানের সাথে বাংলাদেশের জার্সির সাদৃশ্যও রয়েছে বলে অভিযোগ ‍তুলেন। বিশেষ করে লাল রঙের ছোয়া না থাকায় অনেক ভক্তরা ক্ষুব্দ মতামতা দিয়েছেন।

এমন নানা সমালোচনা মুখে বাংলাদেশের বিশ্বকাপ জার্সির পরিবর্ত আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে পরিবর্তিত জার্সি কি রকম হবে তা এখনও জানা যায়নি।

jercy

এবারের বিশ্বকাপে ভিন্নতা আনা হয় বাংলাদেশের জার্সিতে। টাইগাদের জার্সিতে ছিল না লাল রঙ। পুরোটা সবুজ এবং নিচে হালকা কালো। জার্সির বাম পাশে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের লগো এবং ডান পাশে বিশ্বকাপের লগো।এছাড়া জার্সিতে রয়েছে কালো রঙের হালকা জল ছাপ।

এতেই ক্রিকেট ভক্তরা ক্ষব্দ হয়ে উঠেন। এটিকে কেউ মন্তব্য করেন এটা পকিস্তানের জার্সি, কেউ বলে, আয়ারল্যান্ডের। এমন সমালোচনা কারণে রাতেই জার্সির ডিজাইন পরিবর্তন করা সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘দেশের জনগণের আকাঙ্ক্ষা ও সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলার পরামর্শ মাশরাফির

বিশ্বকাপে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলার পরামর্শ মাশরাফির

উন্মোচন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

উন্মোচন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

বিশ্বকাপের ফটোসেশনে অনুপস্থিত সাকিব

বিশ্বকাপের ফটোসেশনে অনুপস্থিত সাকিব

বিশ্বকাপে সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয় : মাশরাফি

বিশ্বকাপে সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয় : মাশরাফি