দায়িত্ব ছাড়ার তারিখ জানিয়ে দিলেন বেলিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১০ জানুয়ারি ২০১৮
দায়িত্ব ছাড়ার তারিখ জানিয়ে দিলেন বেলিস

২০১৯ সালে পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে বর্তমান কোচ ট্রেভর বেলিসের। ওই বছরই ঘরের মাঠে বিশ্বকাপ, এরপর অ্যাশেজ সিরিজ। অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ট্রেভর বেলিস পদত্যাগ করবেন জানিয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারার পর গণমাধ্যমে দারুণ সমালোচনার মুখে এ ঘোষণা দিলেন তিনি। বেলিস সাফ জানিয়ে দিয়েছেন, দল সফল হোক বা না হোক; ২০১৯ সালের পর আর ইংল্যান্ডের সঙ্গে থাকবেন না।

বরখাস্ত হওয়া পিটার মুরসের জায়গায় ২০১৫ সালে নিয়োগ পান বেলিস। তিনি বলেন, তার চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কাউকে নিয়োগ দেয়ার সময় হবে। আমার চুক্তির মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং এরপরই আমি বিদায় নেব।

তিনি আরও বলেন, আমি সবসময়ই বলে আসছি- একটা পরিবর্তনের জন্য যথার্থ সময় চার বছর। একটি নতুন কণ্ঠ এবং ভিন্নধর্মী অ্যাপ্রোচ নতুন কিছু সৃষ্টি করে।

২০১৯ অ্যাশেজ সিরিজের পর তার চুক্তির মেয়াদ শেষ হবে। একই সময়ে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যানেরও সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

মুরসের কাছ থেকে শ্রীলঙ্কার সাবেক কোচ বেলিসের দায়িত্ব গ্রহণের পর ইংল্যান্ড দলের টেস্টের ফল মিশ্র। তারা ১৮ ম্যাচে হেরেছে, জয়ী হয়েছে ১৫ ম্যাচে। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট পরাজয়ের পর বেলিসের সমালোচনায় মুখর হয়ে ওঠে বৃটিশ গণমাধ্যম। স্থানীয় ডেইলি টেলিগ্রাফ পত্রিকা তার ‘অবাধ নীতির’ জন্য অভিযুক্ত করেছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

আবারও বৃষ্টি, আবারও পাকিস্তানের হার

আবারও বৃষ্টি, আবারও পাকিস্তানের হার

হাথুরুর ইচ্ছা, আবারও অধিনায়ক ম্যাথিউজ

হাথুরুর ইচ্ছা, আবারও অধিনায়ক ম্যাথিউজ