বিশ্বকাপের স্কোয়াডে থাকা শাদাব খান ভাইরাসে আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৯
বিশ্বকাপের স্কোয়াডে থাকা শাদাব খান ভাইরাসে আক্রান্ত

বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানকে দুই সপ্তাহের জন্য পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজে দলের বাইরেও রাখা হয়েছে তাকে।

বিশ্বকাপে ১৫ সদস্যের পাকিস্তান দলে শাদাব খানের নাম রয়েছে। এর দু’দিন পরই আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে তাকে বাইরে রাখা হলো। এর ফলে শাদাবের বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ডাক্তারি পরীক্ষার পর অন্তত চার সপ্তাহ বিশ্রামে থাকার কথা বলা হয়েছে। লন্ডনভিত্তিক একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে রয়েছেন। দুই সপ্তাহ বিশ্রামের পর পুনরায় লাহোরে রক্ত পরীক্ষা করাতে হবে। তবে বিশ্বকাপে শাদাবের খেলার ব্যাপারে পূর্ণ আশাবাদী পিসিবি।

তরুণ এ সম্ভাবনাময়ী লেগ স্পিনারকে না পেয়ে ইংল্যান্ড সিরিজের জন্য ইয়াসির শাহকে দলে নেয়া হয়েছে। আগামী ৩১ মে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে মাশরাফিই সেরা অধিনায়ক : শোয়েব আখতার

বিশ্বকাপে মাশরাফিই সেরা অধিনায়ক : শোয়েব আখতার

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পাবেন যেখানে

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পাবেন যেখানে