নিষেধাজ্ঞায় অ্যালেক্স হেলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ২৭ এপ্রিল ২০১৯
নিষেধাজ্ঞায় অ্যালেক্স হেলস

সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসের। কয়েক দিন আগে ক্রিকেট থেকে হঠাৎ দূরে থাকার ঘোষণা দিয়েছিলেন। সপ্তাহ খানেক পর পুনরায় ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও ঝামেলা বেঁধেছে নিষিদ্ধ ড্রাগ নেওয়ায়। অবৈধ ড্রাগ নেওয়ার অপরাধে তাকে ২১ দিনের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অথচ ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও আপাতত নিষিদ্ধ হওয়ার শাস্তি তার ক্যারিয়ারে ফের কালিমাই মেখে দিলো। কারণ ২০১৭ সালে ব্রিস্টলে নাইট ক্লাবে মারামারির ঘটনায় বেন স্টোকসের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তাতে নিষেধাজ্ঞার শাস্তিও পেতে হয় হেলসকে।

হেলসের ক্ষেত্রে এমন ২১ দিনের নিষেধাজ্ঞা আরোপের কারণ দ্বিতীয়বারের মতো ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। ইতোমধ্যে সেই শাস্তিও ভোগ করছেন। শাস্তিটা কার্যকর হয়েছে যেদিন পজেটিভ হওয়ার চিঠি পেয়েছেন সেদিন থেকে।ইসিবিও অবশ্য এ বিষয়ে মুখ খুলে কিছু বলতে নারাজ।

তবে আপাতত ক্রিকেট খেলার অনুমতি না থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বলা হচ্ছে আগামী ৩ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে হেলসের শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার