বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে সেই আলিম দার-রড টাকার

পাকিস্তানের আলিম দার এবং ইংল্যান্ডের রড টাকার এই দুই আম্পারের কথা মনে আছে নিশ্চয়? মনে থাকার কথাই। বিভিন্ন সময় বাংলাদেশের বিপক্ষে বিতর্কি সিদ্ধান্ত দিয়ে রীতিমত ভিলেনে পরিনত হয়েছেন তারা।

গত বছর ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশে বিপক্ষে এক বিতর্কি সিদ্ধান্ত দিয়েছিলেন সে সময় টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকা রড টাকার।

সে ম্যাচের ৪২তম ওভারে কুলদীপ যাদবের করা শেষ বলে ফ্লিক করতে বেরিয়ে আসেন লিটন। বল চলে যায় ধোনির গ্লাভসে। সঙ্গে সঙ্গে স্ট্যাম্প ভেঙে দেন ধোনি। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত চাওয়া হয়। ধোনি যখন স্ট্যাম্প ভাঙেন তখন লিটনের পা লাইনের উপর ছিল। বিষয়টা বেশ কিছুক্ষণ এদিক-ওদিক ঘুরিয়ে দেখেন থার্ড আম্পায়ার রড টাকার। এরপর সবাইকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে আউটের সিদ্ধান্ত দেন।

অপরদিকে, ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একাধিক ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন ঐ ম্যাচের দুই আম্পায়ার আলিম দার ও ও ইয়ান গোল্ড। ঐ ভুল সিদ্ধান্তগুলো বাংলাদেশের পারফরম্যান্সে এমন নেতিবাচক প্রভাব ফেলেছিল যে শেষদিকে ভালো খেলার মনোবলই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

বারবার বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে এদেশের ক্রিকেট প্রেমিকরা কখনোই ভালো চোখে দেখেননি এই দুই আম্পায়দের। তবে এবারের বিশ্বকাপে সমালোচিত এই দুই আম্পায়ার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ম্যাচ। তাই এটি বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও ভাবনার কারণ হলো বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে দেওয়া হয়েছে আলিম দারকে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সমালোচিত আলিম দার।

অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন রড টাকার। ওই ম্যাচে আরেও আম্পায়ার হলেন এস রাবি।

বাংলাদেশের ম্যাচের আম্পায়ার তালিকা

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

অন ফিল্ড আম্পায়ার : জো উইলসন ও পল রাইফেল

টিভি আম্পায়ার : কুমার ধর্মসেনা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

অন ফিল্ড আম্পায়ার : পল রাইফেল ও ব্রুস অক্সিনফোর্ড

টিভি আম্পায়ার : জো উইলসন

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

অন ফিল্ড আম্পায়ার : জো উইলসন ও কুমার ধর্মসেনা

টিভি আম্পায়ার : ব্রুস অক্সিনফোর্ড

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

অন ফিল্ড আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ ও রিচার্ড কেটেলবারা

টিভি আম্পায়ার : আলিম দার

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

অন ফিল্ড আম্পায়ার : রড টাকার ও এস রাবি

টিভি আম্পায়ার : পল উইলসন

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

অন ফিল্ড আম্পায়ার : রিচার্ড কেটেলবারা ও মাইকেল গহ

টিভি আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ

বাংলাদেশ বনাম আফগানিস্তান

অন ফিল্ড আম্পায়ার : মাইকেল গহ ও রিচার্ড কেটেলবারাহ

টিভি আম্পায়ার : আলিম দার

বাংলাদেশ বনাম ভারত

অন ফিল্ড আম্পায়ার : রুচিরা পালিয়াগুরুগে ও মারাইস ইরাসমাস

টিভি আম্পায়ার : আলিম দার

বাংলাদেশ বনাম পাকিস্তান

অন ফিল্ড আম্পায়ার : মাইকেল গহ ও রিচার্ড কেটেলবারাহ

টিভি আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ



শেয়ার করুন :


আরও পড়ুন

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

বিশ্বকাপে জিম্বাবুয়ের আম্পায়ার থাকলেও নেই বাংলাদেশের

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক