আগামীকাল শুক্রবার ঢাকা আসছে পাকিস্তান অনুর্ধ-১৬ ক্রিকেট দল। বাংলাদেশ সফরকালে স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।
দুই দলের মধ্যে তিন দিনের প্রথম ম্যাচটি ২৯ এপ্রিল-১মে অনুষ্ঠিত হবে নারায়নগঞ্জের ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫-৭মে। একই স্টেডিয়ামে ১০, ১২ এবং ১৫ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
আগামী ১৬ মে পাকিস্তান অনুর্ধ-১৬ দলের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিহাদ খানের নেতৃত্বে ১২ সদস্যের অনুর্ধ-১৬ দল ঘোষণা করেছে।
বাংলাদেশ দল
মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানিম সোহাগ আলী, রিহাদ খান(অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি(সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানভির আলম অয়ন, সামসুল ইসলাম এপন, মাকসুদুর রহমান।