বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৯
বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা

ছবি: ফেসবুক

মাশরাফী-সাকিব-তামিমদের আগেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার স্বাদ নেবে বাংলাদেশের আরেকটি দল। আগামী ৩০ এপ্রিল থেকে ৮মে, লন্ডনে বসবে পথশিশুদের বিশ্বকাপ আসর। যেখানে অংশ নিতে বাংলাদেশের আটজন শিশু ক্রিকেটার ২৮ এপ্রিল চড়বেন বিমানে।

স্বপ্নের দুয়ারে প্রবেশের আগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আনন্দপূর্ণ একটি দিন কাটিয়েছে ওরা। বিশ্বকাপের লাল-সবুজ জার্সি গায়ে দল বেধে হোম অব ক্রিকেটে ঘুরে বেড়িয়েছে সানিয়া, জেসমিন, স্বপ্না, আরজু, রাসেল, আবুল, রুবেল ও নিজাম। সকালে বিসিবিতে এসেই দেখা পায় টাইগার ওপেনার তামিম ইকবালের।

শুধু ছবি তোলাতেই থেমে থাকেনি ওরা। নিয়েছে প্রয়োজনীয় টিপস। পেয়েছে উপহারও। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ইংল্যান্ডে যাওয়া ক্রিকেটারদের কেডস ও কিপিং গ্লাভস দিয়েছেন তামিম।

বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) তত্ত্বাবধানে থাকা এই আট শিশু নির্বাচিত হয় গত বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমোদন মেলে অক্টোবরে। চলতে থাকে অনুশীলন। তবে ওদের বিশ্বকাপ-যাত্রায় শঙ্কা হয়ে আসে পাসপোর্ট প্রাপ্তিতে অনিশ্চয়তা।

কিছুদিন আগেও ওদের পরিচয় ছিল পথশিশু। মা-বাবা নেই, পরিবার নেই। অভিভাবক না থাকার জন্য পাসপোর্ট পেতেও বিলম্ব হয়। সেটি কেটে গেছে বিভিন্ন পক্ষের সহায়তায়। ওরা পেয়ে গেছে ভিসাও। এখন বিশ্বমঞ্চে ব্যাট-বলের লড়াইয়ে নামার অপেক্ষা।

কেরানীগঞ্জের বছিলায় লিডো পিস হোমে এই শিশুরা থাকা, খাওয়া, পড়াশোনা, খেলাধুলাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এই শিশুদের অভিভাবক। এখন তাদের নামের আগে সে অর্থে আর পথশিশু ব্যবহার করা হয় না।

বিশ্বকাপ আয়োজন করছে লন্ডনের স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০জন পথশিশু (যারা একসময় পথে ছিল) এখানে অংশ নিচ্ছে। সব দেশ থেকে চারজন মেয়ে এবং চারজন ছেলে শিশুকে নির্বাচিত করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

ওয়ানডে মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র

ওয়ানডে মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং