ঢাকা প্রিমিয়ারে রানের শীর্ষে সাইফ হাসান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৪ এপ্রিল ২০১৯
ঢাকা প্রিমিয়ারে রানের শীর্ষে সাইফ হাসান

ফাইল ছবি

শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের অধিনায়ক ও ডান-হাতি পেসার ফরহাদ রেজা পেসার ফরহাদ রেজা। অন্যদিকে সবচেয়ে বেশি রান করেছেন একই দলের ওপেনার সাইফ হাসান।

আসরে ১৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৮১৪ রান করেছেন এ ডান-হাতি ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাইম।

১৬ ম্যাচে ৮০৭ রান করেছেন তিনি। আর ৭৮১ রান করে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন মোহামেডান স্পোটিং ক্লাবের ডান-হাতি ব্যাটসম্যান রাকিবুল হাসান।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৮১৪, গড় ৬২.৬১, শতক ৩, অর্ধশতক ৪
মোহাম্মদ নাইম (লিজেন্ডস অব রূপগঞ্জ) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৮০৭, গড় ৫৩.৮০, শতক ৩, অর্ধশতক ৫
রাকিবুল হাসান (মোহামেডান স্পোটিং ক্লাব) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৭৮১, গড় ৬০.০৭, শতক ১, অর্ধশতক ৮
জহিরুল ইসলাম (আবাহনী) : ম্যাচ ১৫, ইনিংস ১৫, রান ৭৩৫, গড় ৫৬.৫৩, শতক ৩, অর্ধশতক ৩
ফজলে মাহমুদ (ব্রাদার্স ইউনিয়ন) : ম্যাচ ১৩, ইনিংন ১১, রান ৬০৩, গড় ৭৫.৩৭, শতক ৩, অর্ধশতক ২।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে উইকেট শিকারীর শীর্ষে ফরহাদ রেজা

ডিপিএলে উইকেট শিকারীর শীর্ষে ফরহাদ রেজা

সৌম্যর ডাবল সেঞ্চুরির রেকর্ডে চ্যাম্পিয়ন আবাহনী

সৌম্যর ডাবল সেঞ্চুরির রেকর্ডে চ্যাম্পিয়ন আবাহনী

ক্রিকেট থেকে অবসর নিলেন পেসার নাজমুল হোসেন

ক্রিকেট থেকে অবসর নিলেন পেসার নাজমুল হোসেন

ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সৌম্য সরকার

ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সৌম্য সরকার