শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের অধিনায়ক ও ডান-হাতি পেসার ফরহাদ রেজা পেসার ফরহাদ রেজা। অন্যদিকে সবচেয়ে বেশি রান করেছেন একই দলের ওপেনার সাইফ হাসান।
আসরে ১৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৮১৪ রান করেছেন এ ডান-হাতি ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাইম।
১৬ ম্যাচে ৮০৭ রান করেছেন তিনি। আর ৭৮১ রান করে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন মোহামেডান স্পোটিং ক্লাবের ডান-হাতি ব্যাটসম্যান রাকিবুল হাসান।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৮১৪, গড় ৬২.৬১, শতক ৩, অর্ধশতক ৪
মোহাম্মদ নাইম (লিজেন্ডস অব রূপগঞ্জ) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৮০৭, গড় ৫৩.৮০, শতক ৩, অর্ধশতক ৫
রাকিবুল হাসান (মোহামেডান স্পোটিং ক্লাব) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, রান ৭৮১, গড় ৬০.০৭, শতক ১, অর্ধশতক ৮
জহিরুল ইসলাম (আবাহনী) : ম্যাচ ১৫, ইনিংস ১৫, রান ৭৩৫, গড় ৫৬.৫৩, শতক ৩, অর্ধশতক ৩
ফজলে মাহমুদ (ব্রাদার্স ইউনিয়ন) : ম্যাচ ১৩, ইনিংন ১১, রান ৬০৩, গড় ৭৫.৩৭, শতক ৩, অর্ধশতক ২।