শেষ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের অধিনায়ক ও ডান-হাতি পেসার ফরহাদ রেজা। ১৬ ম্যাচে ৬২৩ রানের বিনিময় ৩৮ উইকেট শিকার করেছেন তিনি।
আসরে একবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ফরহাদ। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৪০ রানে ৫ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ডান-হাতি পেসার মোহাম্মদ শহীদ।
২৫ উইকেট নিয়ে এ তালিকার তৃতীয়স্থানে রয়েছেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শীর্ষ পাঁচ বোলার
ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব) : ম্যাচ ১৬, ইনিংস ১৬, ওভার ১৩৭.২, রান ৬২৩, উইকেট ৩৮, ইকোনমি ৪.৫৩
মোহাম্মদ শহীদ (লিজেন্ডস অব রূপগঞ্জ) : ম্যাচ ১৫, ইনিংস ১৫, ওভার ১৩২, রান ৫৬৮, উইকেট ২৭, ইকোনমি ৪.৩০
মোহাম্মদ সাইফউদ্দিন (আবাহনী লিমিটেড) : ম্যাচ ১৩, ইনিংস ১৩, ওভার ১০৮.১, রান ৪৯৬, উইকেট ২৫, ইকোনমি ৪.৫৮
হাসান মুরাদ (বিকেএসপি) : ম্যাচ ১৩, ইনিংস ১৩, ওভার ১২৪, রান ৪৬৬, উইকেট ২২, ইকোনমি ৩.৭৫
রবিউল হক (খেলাঘর সমাজ কল্যাণ সমিতি) : ম্যাচ ১১, ইনিংস ১১, রান ১০৪.২, রান ৫০০, উইকেট ২২, ইকোনমি ৪.৭৯।