বাংলাদেশের বিশ্বকাপ ও আয়ারল্যান্ড প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। কিন্তু ভারতে থাকার কারণে সেই ক্যাম্পে যোগ দেননি সাকিব আল হাসান। আগামী ২৮ এপ্রিল দেশে ফেরার সম্ভাবনা আছে এই অরাউন্ডারের।
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি ৯ ম্যাচ খেলে ফেললেও সাকিব মাঠে নেমেছেন মোটে এক ম্যাচে!
এর মধ্যে আবার বিশ্বকাপের ক্যাম্প শুরুর সূচি ঠিক হয়ে যাওয়ায় বিসিবি তাকে দেশে ফিরে আসার চিঠি দিয়েছিল। যে খবরটি নিশ্চিত করে আকরাম খানই জানিয়েছিলেন, ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে সাকিবকে।
তবে সাকিব বিসিবিকে জানান সামনের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আছে। তাই তিনি আপাতত সেখানেই থেকেই প্রস্তুতি সাড়তে চান।
দিনকয়েক আগে কোর্টনি ওয়ালশ সাকিবের আইপিএলে খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন। বাংলাদেশের পেস বোলিং কোচ মনে করেন, আইপিএলে খেলাটা সাকিবের প্রস্তুতির জন্য ‘দারুণ’ হবে। ক্যারিবিয়ান কিংবদন্তির বক্তব্য ছিল, ‘আমার মতে, ওখানকার কিছু ম্যাচ তার (সাকিব) জন্য খুব ভালো হবে। ম্যাচ ফিটনেসটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্বকাপের আগে আইপিএলের কিছু ম্যাচ তার পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে।’