শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ও আয়ারল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু দলে ক্রিকেটারদের ছোটখাট ইনজুরি লেগেই আছে। বিশ্বকাপের আগে ছোটখাট ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
সোমবার বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোর্টনি ওয়ালশ বলেন,‘‘এবারের বিশ্বকাপ অনেক লম্বা। ৯টা করে ম্যাচ খেলতে হবে সবাইকে। এ অবস্থায় ক্রিকেটারদের ফিট থাকাটা বড় একটা চ্যালেঞ্জ। স্কোয়াডে থাকা সব পেসাররা ছোটখাটো ইনজুরিতে ভুগছে। এটা আমার জন্য দুশ্চিন্তার কারণ। আশা করি সফরে যাওয়ার আগেই সবাই ফিট হয়ে উঠবে।’’
ইংল্যান্ড কিংবা ইউরোপের দেশ গুলোতে পেস বোলারদের জয়জয়কার। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপে সেই সুযোগটা পাবেন না পেসাররা। তাই বোলিং কোচ বিশ্বকাপের টাইগার বোলারদের কৌশলীর দিকেই গুরুত্ব দিচ্ছেন।
‘‘প্রথাগতভাবে ইংল্যান্ডের উইকেট পেস সহায়ক হয়। কিন্তু এটা আইসিসির ইভেন্ট, তাই উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। সাফল্য পেতে হলে আপনাকে ভালো জায়গা বল করতে হবে। আর বুদ্ধি খাটাতে হবে। ইংলিশ কন্ডিশন অন্য দেশের মতো নয়, একটু কৌশলী হলেই আপনি ভালো করতে পারবেন।’’
বিশ্বকাপ প্রস্ততির প্রথম দিনে পাঁচ ক্রিকেটার অংশ গ্রহণ করেন। বাকীরা ঢাকা প্রিমিয়ার লিগে খেলার প্রস্ততির কারনে বিসিবির ক্যাম্পে অংশ গ্রহণ করতে পারেন নি। তবে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের প্রস্ততি ক্যাম্পে ১৬ জন ক্রিকেটার অংশ গ্রহণ করলেও সাকিব কে দেখা যাবে না। তিনি সরাসরি ভারত থেকে আয়ারল্যান্ড সিরিজে যোগ দিবেন।
সে বিষয়ে বোলিং কোচ বলেন, ‘‘ সাকিব বর্তমানে আইপিএলের জন্য ভারতে অবস্থান করছেন। সেখানে তিনি প্রস্তুতির মধ্যেই আছেন। বিভিন্ন দেশের ক্রিকেটারদের সাথে সেখানে প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।’’