২০১৪ সালে দুটি ওয়ানডে খেলার পর আর এ সংস্করণে মাঠে নামা হয়নি তার। তার আবার ভারতের বিপক্ষে এক ম্যাচে ব্যাট করতে হয়নি, অন্যটিতে করেছিলেন ২৬ রান। সেই মোহাম্মদ মিঠুন আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ১৬ সদস্যের দলে ফিরেছেন।
ঘোষিত দলে ফিরে খুব খুশি মিঠুন। বললেন, আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারিনি। দল থেকে বাদ পড়া সব সময়ই কষ্টের। দল থেকে বাদ পড়তে কেউই চায় না। বাংলাদেশ দলে খেলা এবং পারফরম করা সবারই স্বপ্ন থাকে। আবার তা করার সুযোগ এসেছে, তাই ব্যক্তিগতভাবে আমি খুব খুশি।
ক্লাব ক্রিকেটে কিংবা ফ্র্যাঞ্চাইজির হয়ে ধারাবাহিকভাবে রান করছেন মিঠুন। তিনি বলেন, আমি যা করেছি, তার থেকেও আরও ভালো করার সুযোগ আছে। অবশ্যই প্রথম লক্ষ্য, বাংলাদেশের হয়ে ভালো খেলার, কিছু করার। আমি হয়তো ক্লাব কিংবা ফ্রাঞ্চাইজির হয়ে ভালো খেলেছি, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ দলের হয়ে ভালো খেলা।
মিঠুন আরও বলেন, আমি দলে মাত্র এসেছি। আমার নিজের একটা পরিকল্পনা আছে। আমাদের দলের পরিকল্পনার সঙ্গে নিজেরটা মিলিয়ে নিতে হবে। এখনও আমি জানি না আমার ভূমিকা কী হবে। যখন জানতে পারব তখন নিজেকে সেভাবে প্রস্তুত করার চেষ্টা করব।
‘দেশকে যদি একটা ম্যাচ জেতাতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অবশ্যই সুযোগ এলে ম্যাচ জেতানোর চেষ্টা করব। যদি খেলি- যতটুকু অবদান রাখা সম্ভব তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা থাকবে।’ বলেন তিনি।