ধোনিকে পেয়ে ভাগ্যবান ভারত, কোহলির স্বীকারোক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ২০ এপ্রিল ২০১৯
ধোনিকে পেয়ে ভাগ্যবান ভারত, কোহলির স্বীকারোক্তি

ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনিকে সমর্থন করে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন ভারতীয় দলের ভাগ্য ভাল যে, তার (ধোনি) মত একজন উইকেটরক্ষক আছে। ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে ভাল কিছু করতে উইকেটরক্ষক হিসেবে ধোনির সক্ষমতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কোহলি।

৩৭ বছর বয়সী ধোনির নেতৃত্বেই নিজ মাঠে ২০১১ বিশ্বকাপ শিরোপা জয় করে ভারত। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে আসন্ন বিশ্বকাপ দলে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
গত সপ্তাহে ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নির্বাচকরা ২১ বছর বয়সী ঋষভ পন্থকে বাদ দিয়ে ধোনিকে রেখেছেন। এরপরই শুরু হয় নতুন বিতর্ক।

তবে অধিনায়কের দায়িত্ব নেয়া আগে ধোনির অধীনে খেলা কোহলি বলেন, এটা তার প্রতি আনুগত্যের ব্যপার।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে কোহলি বলেন, ‘কিছু লোক তার পিছনে লেগেছে এটা খুবই দু:খজনক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুগত্য।’

‘আমি যখন দলে সুযোগ পাই তখন কয়েক ম্যাচ পরই আমাকে বাদ দিয়ে অন্য কাউকে পরখ করে দেখার বিকল্প তার (ধোনি) হাতে ছিল। যদিও আমি সুযোগ কাজে লাগিয়েছিলাম। তবে ঐ ধরনের সমর্থন পাওয়াটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

ক্যারিয়ারের শুরুতেই তাকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করার সুযোগ দেয়ায়ও ধোনির প্রশংসা করেন বর্তমানে ওয়ানডে ও টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান কোহলি।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকার আগে ৫০ ওভার ক্রিকেটে গুরুত্বপূর্ণ মিডল ওভারে অন্যতম সেরা ফিনিশার হিসেবে খ্যাতি অর্জন করেন ধোনি। কোহলি বলেন ধোনির অন্তর্ভুক্তি এবং অভিজ্ঞতা দলের জন্য মহামূল্যবান সম্পদ।

৩০ বছর বয়সী কোহলি বলেন,‘তিনি একজন ব্যক্তি যিনি আক্ষরিক অর্থেই খেলাটি সম্পর্কে জানেন, বোঝেন। ৫০ ওভার ফর্মেটে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত বল টু বল বুঝতে পারেন। আমি বলবো না তাকে পাওয়াটা বিলাসিতা। তবে আমি অত্যন্ত ভাগ্যবান যে তার মত কাউকে স্টাম্পের পিছনে পেয়েছি।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত ৩৪১ ওয়ানডে ম্যাচে ৫১ গড়ে দশ হাজার পাঁচশ’ রান করেছেন সাবেক অধিনায়ক ধোনি। তবে ২০১৮ সালটা খারাপ গেলেও এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক নাগারে তিন হাফ সেঞ্চুরিসহ ৩২৭ রান করে ঘুড়ে দাঁড়িয়েছেন তিনি। গ্লাভস হাতে ক্ষিপ্রতা ও সক্ষমতার কারণে সীমিত ওভার ক্রিকেটে তিনি উইকেরক্ষক হিসেবে প্রথম পছন্দ।

সাউদাম্পটনে আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারতীয় দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির দাঁত ভাঙা জবাব

কোহলির দাঁত ভাঙা জবাব

টিসিসি কাপের উদ্বোধনী খেলায় বেনাপোলের জয়

টিসিসি কাপের উদ্বোধনী খেলায় বেনাপোলের জয়

শ্রীলঙ্কায় বোমা হামলায় শোকস্তবদ্ধ ক্রিকেট বিশ্ব

শ্রীলঙ্কায় বোমা হামলায় শোকস্তবদ্ধ ক্রিকেট বিশ্ব

হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু

হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু