বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। সেই হতাশা কাটিয়ে ফেরার প্রত্যয়ও ছিল। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ বল করে সেই আভাসই দিলেন।
চোট থেকে ফেরার পর ম্যাচ ফিটনেস সংশয়, সেরা ছন্দ নিয়েও ছিল প্রশ্ন। নিজেকে প্রমাণের প্রথম পরীক্ষায় অবশ্য ভালোভাবেই দিয়েছেন তিনি। শুক্রবার দোলেশ্বরকে ২০৫ রানের গুটিয়ে দিতে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন।
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে দোলেশ্বর। শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ শহীদ।
দলের ৬৭ রানে সাইফ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন। খানিক পর মার্শাল আইয়ুবকেও ফিরিয়ে দেন তিনি। তাসকিন পরে নিয়েছেন সর্বোচ্চ রান করা সৈকত আলি আর তাইবুর রহমানের উইকেটও।
উইকেট পেলেও একটু খরুচে বল করেন তাসকিন। ওভারপ্রতি ৬ করে রান বেরিয়েছে তার ৯ ওভার থেকে। আরেক পেসার শহীদ অবশ্য ছিলেন বেশ কিপটে। ৯ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।