ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগ পেয়ে জানালেন বিশ্বকাপে সেরা পাঁচ বোলারদের মধ্যে থাকতে চান দেশের দ্রুত গতি এ বোলার।
বুধবার বিসিবির একাডেমি মাঠে অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবেল হোসেন বলেন, ‘‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকে খেলছি। অবশ্যই আমার স্বপ্ন থাকবে বিশ্বকাপে পাঁচজনের মধ্যে থাকতে পারি। সে ধরণের স্বপ্ন অবশ্যই আমার আছে। ইনশাল্লাহ দেখা যাক।
বিশ্বকাপটা স্মরণীয় করতে আপ্রাণ চেষ্টার প্রতিজ্ঞার কথা জানালেন রুবেল। ‘‘মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে আলহামদুলিল্লাহ এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। আমি আপ্রাণ চেষ্টা করবো যেন বিশ্বকাপে যখন ম্যাচ খেলার সুযোগ পাবো তখন আপ্রাণ চেষ্টা থাকবে।’’
বিশ্বকাপ দল নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। দলে জায়গা হয়নি পেসার তাসকিনের। দলে জায়গা না পাওয়ার কারণ হিসেবে তাসকিনের আনফিটকে দায়ি করেছে বিসিবি। তবে তাসকিনের দলে জায়গা না পাওয়াকে ‘ব্যাডলাক’ মনে করছেন রুবেল।
‘‘তাসকিন আমার অনেক ভালো এবং কাছের একজন ছোট ভাই। তাঁকে আমি অনেক স্নেহ করি। সে অনেক ভালো বোলার। তবে এটি সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করে। আর বিশ্বকাপ একটি অনেক বড় টুর্নামেন্ট। সুতরাং এখানে আমার আসলে বলার কিছু নেই। অবশ্যই আমার খারাপ লাগছে (তাসকিন না থাকায়)। সে বিপিএলটি অনেক ভালো খেলেছিলো, ইনজুরিতে পড়েছে আবার। আসলে এটি ব্যাডলাক ওর জন্য।’’