ব্যাটসম্যানদের ব্যর্থতায় যুব বিশ্বকাপের আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে আফগানিস্তানের কাছে ৫৬ রানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে আফগানরা। তাই ২০৬ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে আজমতউল্লাহ ওমারজাই ৮১, বাহির শাহ ৪৪ ও ইব্রাহিম জাদরান ৩২ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ৪টি, রবিউল হক ৩টি ও টিপু সুলতান ২টি উইকেট নেন।
জবাবে দুই ওপেনার পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসান উড়ন্ত সূচনাই করেন। কিন্তু দু’জনের বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলের কারণে ১৫০ রানেই গুটিয়ে যায় ইনিংস।
পিনাক ৫৪ ও সাইফ ৪৩ রান করেন। তাদের বিদায়ের পর শেষ দিকের ব্যাটসম্যানরা দু’অংকের কোটা পেরোতে পারেননি। আগামী বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসরে গ্রুপ পর্বে ‘সি’তে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।