প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৬ এপ্রিল ২০১৯
প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি

প্রথম বারের মতো বিশ্বকাপে লাল সবুজের জাসি পড়ে খেলার সুযোগ পাচ্ছেন ৭ তরুণ টাইগার তুর্কি। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন।

বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হলেন আবু জায়েদ রাহী। তিনি কোন ওয়ানডে ম্যাচ না খেলেই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

রাহিকে দলে অন্তভুক্তের কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘‘রাহি যেহেতু নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ম্যাচ খেলেছিল। যদিও সে ওয়ানডে খেলার সুযোগ পায়নি। এছাড়া, মে-জুনে ওই দেশে ঠান্ডাটা একটু বেশি থাকে। আবহাওয়ার তাপমাত্রা অনেক লো থাকে। সে ক্ষেত্রে আমরা যদি একজন ফাস্ট সুইং বোলার এক্সট্রা ইনক্লুড করতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’’

নানা জল্পনা কল্পনা শেষে স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দলে ডাক পেয়েছেন। তার সম্পর্কে নান্নু বলেন,‘মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। আমরা একজন বিকল্প অফ স্পিনার অলরাউন্ডার চাইছিলাম। তা ছাড়া মাহমুদউল্লাহর কাঁধের চোট পুরো সেরে ওঠেনি। ফলে ও বোলিং করবে না। এখানে মোসাদ্দেককে আমরা কাজে লাগাতে পারব।’

এছাড়া, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুনরা বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে মোটামুটি নিশ্চিত ছিল সবাই।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত