ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৯
ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

ফাইল ছবি

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগে সবার আগ্রহ ছিল চমক নিয়ে। অবশেষে সবচেয়ে বড় চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন পর্যন্ত আন্তর্জাতিক কোন ওয়ানডে ম্যাচ না খেলেও বিশ্বকাপের সুযোগ পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি।

এর চেয়ে বড় চমক আর কি হতে পারে? এছাড়া আর চমক হলো বিশ্বকাপ খেলার জন্য মরিয়া পেসার তাসকিন কে রাখা হয়নি ১৫ সদস্যের দলে।

কিন্তু ওয়ানডে না খেলা এই নতুন মুখকে কেন দলে নেওয়া হল? নিউজিল্যান্ড সিরিজের পারফম্যান্স ও ইংল্যান্ডের আবহাওয়ার কথা চিন্তা করেই রাহিকে দলে ডাকা হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।

‘‘রাহি যেহেতু নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ম্যাচ খেলেছিল। যদিও সে ওয়ানডে খেলার সুযোগ পায়নি। এছাড়া, মে-জুনে ওই দেশে ঠান্ডাটা একটু বেশি থাকে। আবহাওয়ার তাপমাত্রা অনেক লো থাকে। সে ক্ষেত্রে আমরা যদি একজন ফাস্ট সুইং বোলার এক্সট্রা ইনক্লুড করতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’’

rahi

২৫ বছর বয়সী আবু জায়েদ রাহি মূলত রাইট আর্ম ফাস্ট বোলার। ২০১৮ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রাহির। এখন পর্যন্ত তিনি ৫টি টেস্ট ম্যাচ খেলে ১১ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। বিপিএলে তিনি ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা