বিশ্বকাপের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত বলে বারবার জানিয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দলে ফিরতেও ছিলেন মরিয়া। তবে দুর্ভাগ্যবশত আসন্ন বিশ্বকাপ দলে জাগয়া হয়নি তার।
নির্বাচকরা বলছেন তাসকিন এখনও পুরোপুরি ফিট না। তাই তাকে দলে রাখা হয়নি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর তাসকিনের দলে না থাকার কারণ জানান।
‘‘তাসকিন ২০১৭ সালের ২২ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিল। তারপর যখন দলে ডাক পেলো সে আবার ইনজুরিতে পড়ে যায়। এখন পর্যন্ত পিজিওর প্রতিবেদন অনুযায়ী, সে আমাদের কাছে পুরোপুরি ফিট না। এছাড়া আমরা তাকে চেয়েছিলাম স্কিন ফিট হিসেবে, তাই ঘরোয়া লিগে সে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাকে দেখা গেছে সে আপ টু দা মার্ক না।’’
নান্নু আরও বলেন, ‘‘তবে এখনও সময় আছে। যদি আয়ারল্যান্ড সিরিজে কেউ ইনজুরি হয়ে যায়, তাহলে তাকে আমরা বদলি খেলোয়াড় হিসেবে পাঠাতে পারবো।’’
গত পহেলা ফেব্রুয়ারী বিপিএলে চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে অলক কাপালির বলে অং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের।
এরপর থেকে ইনজুরির কারণে তিনি মাঠ থেকে ছিটকে যান। প্রায় দেড় মাসের মতো মাঠের বাইরে ছিলেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডাক পেলেও ইনজুরির কারণে পরে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।
দীর্ঘ দিন ধরে তাসকিন মাঠের বাইরে ছিলেন। পরে গত ২৩ মার্চ রানিং এবং ব্যাটিং করলেও সে সময় বোংলিয়ে করা হয়নি তার। পরে ৪ এপ্রিল তিনি বোলিংয়ের অনুশীলন শুরু করেন।